ধূমকেতু নিউজ ডেস্ক : নানা প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাদেশ উন্নয়নের যে রোল মডেলে পরিণত হয়েছে; তার প্রশংসা করলেন বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা।
রোববার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির এক ওয়েবিনারে বক্তারা বাংলাদেশকে প্রশংসায় ভাসান।
ক্ষমতাসীন দলটির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ‘বাংলাদেশের ৫০ বছর: অর্থনীতি, সমাজ, জনগণ এবং নেতৃত্ব’ শীর্ষক ওয়েবিনারটি আয়োজন করে।
জনগণের সংগ্রাম, অর্জনগুলোর মূল্যায়ন এবং সামনে এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করাই ছিল ওয়েবিনারটির লক্ষ্য।
ওয়েবিনারে আলোচনা করেন বিশ্বের নানা দেশের গবেষকরা। বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, অস্ট্রেলিয়ার সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত অধ্যাপক ড. ডিয়ানে বোলটন, গবেষক ড. এরিক জানসেন, ড. এন্ডার্স কর, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর জমির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
আলোচকরা তাদের আলোচনায় বাংলাদেশের চমকপ্রদ বদলে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন।
১৯৭৫ এর পর থেকে আশির দশক পর্যন্ত এদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল; তা সফলতার সঙ্গে সামাল দিয়ে বর্তমান সরকার এদেশকে যেভাবে উন্নয়নের পথে নিয়ে গেছে, তার প্রশংসা করেন বক্তারা।
আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটি খ্যাতিমান গবেষকদের নিয়ে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করায় ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি গবেষকদের মতামতগুলো পরবর্তীতে কাজে লাগানো হবে বলেও মন্তব্য করেন।