ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচন।
সোমবার (৩০ জানুয়ারী) শেষদিনে প্রচার-প্রচারনা শেষ করেছেন প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে স্থানীয় নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগ ওঅঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীও চিত্র নায়িকা মাহিয়া মাহি প্রচার- প্রচারনায় অংশ নেন। নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এলাকার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। তার প্রতিক আপেল।
এছাড়া আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু মাথল প্রতীকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর তিনজন প্রার্থী হলে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিএনএফের নবিউল ইসলাম (টেলিভিশন) ও জাকের পার্টির গোলাম মোস্তফা (গোলাপফুল)।
আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারাদেশে উন্নয়নের কারণে তাঁদের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন।
মোহাম্মদ আলী সরকারের নজর আওয়ামী লীগের বঞ্চিত নেতাকর্মী এবং বিএনপি ও জামায়াতের সাধারণ ভোটারদের দিকে। তার মতে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হলে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না। অপরদিকে খুরশিদ আলম বাচ্চু আঞ্চলিকতা ও পুরোনো ইমেজকে কাজে লাগিয়ে এগুতে চাচ্ছেন।
এদিকে এলাকায় জোর কানাঘোষা চলছে সদ্য পদত্যাগী বিএনপি দলীয় সাবেক এমপি আমিনুল ইসলাম গোপনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকারের সাথে গোপনে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর তার অনুসারী বিএনপি নেতাকর্মীগণ মোহাম্মদ আলী সরকারের আপেল প্রতিকের পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।
এছাড়া বিএনপির অপর অংশ নিবার্চন বর্জনের ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। এসব বিষয় নিয়ে অত্র নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাননা বিএনপি
কিংবা জামায়াতের কোনো নেতাকর্মী যাতে ভোটকেন্দ্রে যায়।
বিভিন্ন সভা সমাবেশে তারা বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভোট কেন্দ্রে না যেতে সতর্ক করে দিচ্ছেন। অতিসম্প্রতি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল তাদের বক্তব্যে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদেরকে ভোট কেন্দ্রে যেতে বারণ করেন।
এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন নিয়ে কথা হয় স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর সাথে তিনি বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের বেশ সাড়া পাচ্ছি। ইনসাল্লাহ নির্বাচনে জয়লাভ করবো।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রাার্থী আপেল প্রতিকের মোহাম্মদ আলী সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন হলে, এই এলাকার উন্নয়নের স্বার্থে উন্নয়ন বঞ্চিত এলাকাবাসী আমাকে নির্বাচিত করবে।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান বলেন, এলাকা বিমুখ বিএনপি এমপি আমিনুল ইসলাম গত ৪ বছরে এলাকার দৃশ্যমান কোন উন্নয়ন করেননি। আওয়ামী সরকারের উন্নয়ন থেকে এলাকাকে তিনি বঞ্চিত করেছেন। তা এগিয়ে নিতে এই আসনে নৌকার বিজয় ছাড়া কিছু ভাবছে না এলকাবাসী।
আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ উপনির্বাচনে তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৪শ৫০জন।