ধূমকেতু প্রতিবেদক, তানোর : দীর্ঘদিন পর আগামী ৮ ডিসেম্বর তানোর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসাহ উদ্দীপনার পাশাপাশি চাঙ্গা হয়ে উঠেছেন তৃনমুল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সভা সমাবেশে নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতৃত্বে নতুন মুখের জোরালো দাবি তুলেছেন। নতুন মুখ হিসেবে সবার শীর্ষে রয়েছেন তানোর উপজেলা যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও তানোর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রদীপ সরকার।
১৪বছর থেকে তানোর উপজেলা আওয়ামী লীগের নেত্রীতে থাকা সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন নেতাকর্মীদের পাশে না থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে এবার উপজেলা আওয়ামী লীগের নেত্রীতে নতুন ও কর্মী বান্ধন নেতাকে সভাপতি ও সম্পাদক করার দাবি তুলেছেন তৃনমুল নেতাকর্মীরা।
আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করা হলে বিপুল সমর্থন ও পাবেন ময়না ও প্রদীপ সরকার।
তৃনমুল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, পাওয়া না পাওয়া নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক দীর্ঘদিন থেকে স্থানীয় সংসদ সদস্য ফারুক চৌধুরীর বিরোধীতা করে দলীয় সভা সমাবেশ ও কেন্দ্রীয় কর্মসুচীসহ জাতীয় কর্মসুচী পালন করেননি। ফলে, উপজেলা আওয়ামী লীগ কার্য্যত নিস্কৃয় হয়ে পড়ার পাশাপাশি জনবিচ্ছিন্ন ও নেতা-কর্মিদের কাছ থেকে ছিটকে পড়েছেন সভাপতি ও সম্পাদক।
অপরদিকে দীর্ঘ প্রায় ১৮বছর ধরে যুবলীগের নেত্রীতে থাকা তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তৃনমুল পর্যায়ের আওয়ামী লীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মিদের পাশে থেকে বিভিন্ন সহায়তা ও সহযোগীতা করার পাশাপাশি সকল সভা সমাবেশ ও জাতীয় ও কেন্দ্রীয় কর্মসুচী সফল ভাবে পালন করায় তৃনমুল নেতা-কর্মিদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
আওয়ামী লীগের তৃনমুল নেতাকর্মীরা বলছেন, তানোরে শক্তিশালী ও ঐক্যবন্ধ আওয়ামী লীগ গঠনে লুৎফর হায়দার রশিদ ময়নার কোন বিকল্প নেই, জাতীয় নির্বাচনসহ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক প্রকাশ্যে বিরোধীতা করেছেন। ফলে, আওয়ামী লীগের নেত্রীত্বে তাদেরকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন তৃনমুল নেতাকর্মী ও সমর্থকরা।
তবে, লুৎফর হায়দার রশিদ ময়না ও আবুল কালাম আজাদ প্রদীপ সরকার কোথাও নিজেদেরকে সভাপতি বা সম্পাদক প্রার্থী ঘোষনা না দিয়েই আগামী ৮ডিসেম্ববর তানোর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে মাঠ পর্যায়ের নেতা-কর্মিদের চাঙ্গা করতে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি মতবিনীময় করছেন।
অপর দিকে বর্তমান আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে মাঠ পর্যায়ের নেতা-কর্মিদের সাথে দেখা যাচ্ছেনা। ফলে, আগামী ৮ডিসেম্বর তানোর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন মুখ আসার আভাস ছড়িয়ে পড়েছে নেতার্মী ও সমর্থকদের মধ্যে।