ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ চলচ্চিত্রের কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে (চিকন আলী) সহ পাঁচজন প্রার্থীর মনোনয়পত্র বাতিল করা হয়েছে। সতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও দুইজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা তার সভাকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়।
কোনো ক্রটি না পাওয়ায় আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জাকের পার্টির প্রার্থী আলাল হোসেন ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রয়াত আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৪৮, নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ চলচ্চিত্রের কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে (চিকন আলী)’র ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় ক্রমিক নং এর সিরিয়াল ঠিক না থাকার কারণে তার মনোনয়ন পত্রটি বতিল ঘোষণা করেন। আরেক স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হোসেনের মনোনয়পত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় ক্রটি থাকায় তার মনোনয়টিও বাতিল ঘোষণা করা হয়।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ডি এম মাহবুব-উল মান্নাফ (শুভ)’র মনোনয়পত্রের সঙ্গে সংসদীয় এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় যে স্বাক্ষর জমা দিয়েছেন, সেই তালিকার পাঁচজন ভোটার ওই তালিকায় স্বাক্ষর করেননি বলে সাক্ষ্য দেওয়ায় তার মনোনয়ন পত্রটিও বাতিল করা হয়।
এছাড়া বিএনএফ প্রার্থী জাবেদ আলী মনোনয়নপত্রে প্রস্তবকারী ঘরে নিজেই স্বাক্ষর করায় এবং সমর্থকের ঘরটি ফাঁকা থাকায় মনোনয় পত্রটি বাতিল করা হয়। এছাড়া এনপিপি প্রার্থী স্বপন কুমার দাসের মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর না দেওয়ায় এবং আয়কর বিবরনীর তথ্য জমা না দেওয়ায় তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়।
মামলার তথ্য গোপন রাখায় জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা ও ব্যক্তিগত ক্রেডিট কার্ডে বকেয়া থাকায় তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরীর মনোনয়ন আজ বিকেল ৪টা পর্যন্ত স্থগিত রাখা হয়।
মনোনয়ন বাতিল প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে (চিকন আলী) বলেন, মনোনয় পত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় যে ১ থেকে ৪২০০ ক্রমিক নম্বর আছে সেখানে ভুল দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করেছে। সেখানে ১ থেকে ১৪ ঘরগুলো আছে আমি সেটা দেখে আমি পূরণ করেছি। সেখানে ১ থেকে ৪২০০ লেখার মতো কোনো জায়গা ছিলো না আবার কোথাও লেখা ছিলো না ১ থেকে ৪২০০ পর্যন্ত লিখতে হবে। এ কারনে আমি ১ থেকে ১৪ লিখে জমা দিয়েছি এই বিষয়টি খুব বড় বিষয় নয় বলে আমি মনে করি।
আপিল করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি যেহেতু মাঠে নেমে পড়েছি সেহেতু আমাকে আপিল করতেই হবে। আমি রিটানিং কর্মকর্তার এই সিদ্ধন্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবো। আর আমার বিশ্বাস আপিল বিভাগ মনোনয়নটি বৈধ্য ঘোষণা করবেন। আমি মাঠে আছি থাকবো আল্লাহ ভরসা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/