ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : বাংলাদেশ নির্বাচন কশিমনের ঘোষণা অনুযায়ী ৪র্থ ধাপে আগামী ২৫ শে মে হতে যাচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের প্রায় ৩ মাস বাকি থাকলেও এরই মধ্যে প্রার্থীতা জানান দিতে মাঠে নেমেছে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সম্ভব্য প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষনে নিচ্ছেন নানা মুখি পদক্ষেপ। শহর থেকে গ্রামের হোটের রেস্তরায় চলছে প্রার্থীদের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা, সমালচনা।
বর্তমান ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বিগত নির্বাচনে আওয়মী লীগের প্রার্থী হিসাবে বিজয়ী হয়ে পরিষদ পরিচালনা করছেন। এবার স্থানীয় আওয়ামী লীগ তার স্থলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহারকে পুণরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হয়।
এবার উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ মূলক করতে বাংলাদেশ আওয়ামী লীগ কোন প্রতীক অথবা নির্দিষ্ট কোন প্রার্থীকে সিলেকশন দিচ্ছে না । এই সুযোগকে কাজে লাগিয়ে বতর্মান উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
অপরদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি আসতে পারেন এমন প্রত্যাশায় আটঘাট বেধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন উপজেলা বিএনপির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনগন। বিএনপি নির্বাচনে আসলে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন হতে পারেন চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে পারেন পৌর বিএনপির নেতা মানিক মন্ডল।
স্থানীয় অধিকাংশ সচেতন মানুষ মনে করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল দির্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে আছেন এবং লাগাতার ৮ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের ছোট ভাই হওয়ায় তিনি নির্বাচন করলে তার পক্ষে আওয়ামী লীগের অধিকাংশ ভোট পড়তে পারে। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন উপজেলায় জনপ্রীয় ব্যাক্তি হিসাবে সু-পরিচিত। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি উপজেলা নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগ সমর্থকারীদের মধ্যে ঢানাপোড়ার সৃষ্টি হতে পারে। এতে করে আওয়ামীলীগের ভোটে ভাঙ্গন দেখা দিতে পারে।
অপরদিকে বিএনপির সম্ভব্য প্রার্থী সাবেক সরকারী কলেজের ভিপি ও সুনামধন্য পরিবারের সন্তান দুঃসময়ে উপজেলা বিএনপির কান্ডারী শিল্পপতি মোস্তাক আহমেদ চৌধুরী খোকন থাকছেন একক প্রার্থী হিসাবে। ফলে এখন থেকেই তিন জনের মধ্যে ত্রি-মূখি লাড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/