ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাতের প্রতিবাদে মঙ্গলবার রাত ৭টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয় থেকে রাজশাহী মহানগর কৃষক লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত মানেই বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। এই আঘাত বঙ্গবন্ধুর আদর্শের একজন নেতাকর্মী বেঁচে থাকতেও সহ্য করা হবে না। এর সমুচিত জবাব দেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।
সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর কৃষক লীগ সভাপতি রহমত উল্লাহ্ সেলিম। সঞ্চালনায় ছিলেন, রাজশাহী মহানগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, উপ-দপ্তর সম্পাদক পংকজ কুমার দে, সদস্য মোখলেশুর রহমান কচি, মাসুদ আহম্মেদ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি ওয়ালি খান, যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগের সহ-সভাপতি মুর্শেদ কামাল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম, বোয়ালিয়া (পূর্ব) থানা কৃষক লীগ সভাপতি জিয়াউর রহমান লিটন, মতিহার থানা কৃষক লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার নেতা সাব্বির হোসেন সহ নেতৃবৃন্দ।