IMG-LOGO

রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রায়গঞ্জবাসী‘সব ধর্মের ঐক্য ছাড়া জাতি এগোবে না’সাকিবের কাছে যা চান শান্তভারতে ভবন ধসে একই পরিবারে প্রাণ গেল ৯ জনেরপদ্মায় খালেদা-ইউনূসকে ফেলে দেওয়ার হুমকি, শেখ হাসিনার বিরুদ্ধে মামলাএবার ভিসা জটিলতায় নায়িকা পরীমণিরাজশাহীতে দুই হাতে গুলি চালানো সেই যুবলীগ নেতা পাঁচ দিনের রিমান্ডেপদত্যাগ করছেন দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালবাগমারায় হয়রানিমূলক মামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় জেরিন এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির কার্যালয় উদ্বোধনউন্নয়ন সহযোগিতার বিষয়ে বাংলাদেশকে নিশ্চিত করল যুক্তরাষ্ট্রবিএনপি’র সমাবেশ আজকের পরিবর্তে মঙ্গলবারবাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রেরআন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির দাবি ফখরুলেরচন্ডিপুরে স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠনের বর্ষপূর্তি
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘সব ধর্মের ঐক্য ছাড়া জাতি এগোবে না’

‘সব ধর্মের ঐক্য ছাড়া জাতি এগোবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সব ধর্মের ঐক্য ছাড়া জাতি এগোতে পারবে না। জগদ্দল পাথর এক স্বৈরশাসক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে যেমন টিকতে পারেনি, তেমনি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র টিকতে পারবে না। ছাত্র-জনতা সবাই যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে আমাদের এ স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর ভবিষ্যতে আর কেউ আঘাত করতে পারবে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয়। অথচ দেশে হিন্দুসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াতে ইসলামী প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার কুমিল্লার চৌদ্দগ্রামে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য আব্দুল্লাহ তাহের এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, ভিপি জাহাঙ্গীর প্রমুখ।

মতবিনিময় সভায় ডা. তাহের বলেন, চৌদ্দগ্রামে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই নাই। আপনারা কাউকে চাঁদা দেবেন না। আপনাদের জায়গা কেউ দখল করলে আমাদের জানাবেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি বলেন, জামায়াতকে যেমন হিন্দুবিরোধী হিসেবে অপপ্রচার চালানো হয়েছে, তেমনি হিন্দুদের কপালেও আওয়ামী লীগের একটি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। আর তাই হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনিভাবে জামায়াতকেও হিন্দু মানেই আওয়ামী লীগ এই ‘তকমা’ দূরীকরণে কাজ করতে হবে।

তিনি বলেন, হিন্দুসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষায় জামায়াতের পক্ষ থেকে আমরা দুটি দাবি নিয়ে দাঁড়িয়েছি। প্রথমত, রাষ্ট্রীয়ভাবে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, স্বাধীন কমিশন করে হিন্দুসহ ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা-নির্যাতনের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনাদের জামায়াতকে প্রয়োজন বলে মনে হয়, তবে যেকোনো সময়েই আমাদের ফোন করবেন। আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াব।

মতবিনিময় সভায় দুর্গাপূজায় বিশেষ সহযোগিতা করার আশ্বাস দেন জামায়াত নেতারা।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্য উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কনক চৌধুরী, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, সদস্য নান্টু দেবনাথ, বৌদ্ধ সভাপতি শৈবাল সিংহ প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news