ধূমকেতু প্রতিবেদক : গত কয়েকদিন পূর্বে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহŸায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষর করে বিএনপি’র সকল সদস্য পদ থেকে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে বহিস্কার করেন। এই বহিস্কারের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বিভিন্ন থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আব্দুল কালাম আজাদ সুইট বলেন, আহবায়ক কমিটি কাউকে বহিস্কার করার ক্ষমতা রাখেনা। বিধায় আমি বহিস্কৃত নই। এইজন্য আমার বহিস্কার আদেশ প্রত্যাহারের কোন প্রয়োজন নাই।
সুইট আরো বলেন, আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের নির্দেশনায় রাজনীতি করি। তাঁর নির্দেশনাতেই আমি আগামীতেও রাজনীতি করে যাবো। তিনি আরো বলেন, আমি বাহির থেকে ভেসে এসে এখানে রাজনীতি করছিনা। আমার দাদা এখানকার চেয়ারম্যান ছিলেন। তাঁর বড় ভাই ইমরান আলী সরকার ছিলেন মন্ত্রী। আমি রাজনৈতিক বংশের ছেলে। তিনি বলেন, যারা মোটর মালিক সমিতি, ওয়াকার্স পার্টির অফিস, জাতীয় পার্টির অফিস দখল করে বিএনপি কার্যালয় এবং সরকারী জমি ব্রিটিশ কাউন্সিল দখল করে তাদের বিরুদ্ধে এই কমিটি কোন কিছু করতে পারেনা। ঐ সকল দখলবাজ নেতাদের নেতা বলতে লজ্জা লাগে বলে উল্লেখ করেন তিনি। তিনি কোন ছিনতাইকারী পরিবার থেকে উঠে আসেনি নি বলে উল্লেখ করেন ।
তিনি বলেন, যে কারনে আমাকে বহিস্কার করা হয়েছে সেটা সত্য নয়। আমাকে মাউশির পরিচালক চেনেনা বলে জনিয়েছেন। তিনি সাংবাদিকদের নিকট সেই বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, মাউশি পরিচলক দূর্নীতিবাজ। তিনি ঐ দূর্নীতিবাজ পরিচালকের বিরুদ্ধে মামলা করবেন। যারা তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন তারা যেন ঐ পরিচালককে কিভাবে বাঁচাবেব আমি তা দেখবো। তিনি ঐ পরিচালকের বিভিন্ন দূনীতির ফিরিস্তি তুলে ধরেন। পরিশেষে তিনি সবার দোয়া চান।
এদিকে সমাবেশের পূর্বে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাজশাহী মহানগরীর ভূবনমোহন পার্কে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হয়। সেখান থেকে বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে তারা সোনাদিঘি হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট দিয়ে বাটারমোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়া পুলিশ ফাঁড়ির পার্শে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নিই গভ: ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা জার্জিস কাদের।
রাজশাহী বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহ্ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদ নাজমুল হক ডিকেন, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুুমন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল।
এছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বর্তমান আহবায়ক কমিটি ভেঙ্গে দেওয়ার দাবী জানান। সেইসাথে সুইটের মত কাউকে অবৈধভাবে বহিস্কার করা থেকে বিরত থাকার আহবায়ক জানান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew