ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : নববর্ষ উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা ও বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক নজিবুল্লাহ মজনু নববর্ষ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারাদেশে রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন মূলক কাজ সফলভাবে বাস্তবায়ন করেছে। এছাড়াও দেশের মানুষের সেবামূলক কাজে ব্যাপক সাফল্য লাভ করে। যা বিগত কোনো সরকার করতে পারেনি।
দেশ ও জনগণের কল্যাণে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান তিনি। সেই সাথে নজিবুল্লাহ মজনু সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল ও নজিবুল্লাহ মজনুর সহধর্মীনি হাছনা আকতার প্রমুখ।