ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ সেপ্টেম্বর বিকেলে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন, গিরিশ চন্দ্র রায়, মখলেছুর রহমান, মোরশেদুল বারী, কালিপদ রায়, একরাম হোসেন, জুলফিকার আলী, সোহেল রানা, নিকুঞ্জু চন্দ্র, মিজানুর রহমান, আনিছুর রহমান আলো।
সভায় আরও বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম গোলাপ, খলিলুর রহমান, সেকেন্দার আলী, হাফিজুর রহমান নান্টু, আজমল হোসেন মিঠু, মোতাহার আলী ও মুক্তিযোদ্ধা ওয়াশিম উদ্দিন প্রমুখ।
বর্ধিত সভায় আগামী ২২ সেপ্টেম্বর থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠণের সিদ্ধান্ত হয়।