ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বৃহস্পতিবার তাদের প্রার্থীতা চূড়ান্ত ঘোষনা করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে যে ৮জনকে মনোনয়ন দেয়া হয়েছে তারা সবাই নতুন মূখ।
এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু প্রার্থীতা চূড়ান্ত ঘোষণার কথা জানিয়ে বলেন, খট্টেশ^র রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে চন্দনা সারমিন, কাশিমপুর ইউনিয়নে আলমগীর হোসেন, গোনা ইউনিয়নে আব্দুল খালেক, পারইল ইউনিয়নে নুরে আলম সিদ্দিকি (দুলাল), বড়গাছা ইউনিয়নে আব্দুল মতিন, কালিগ্রাম ইউনিয়নে সুবাস চন্দ্র সরকার, একডালা ইউনিয়নে শাহজাহান আলী ও মিরাট ইউনিয়নে জিয়াউর রহমানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
এদিকে রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম ও রিটার্নিং কর্মকর্তারা বলেন, শুক্রবার পর্যন্ত চেয়ারম্যান পদে বড়গাছা ইউনিয়নে ৩জন, পারইল ইউনিয়নে ১জন, কালীগ্রাম ইউনিয়নে ২জন, একডালা ইউনিয়নে ৪ জন, গোনা ইউনিয়নে ৪জন, মিরাট ইউনিয়নে ১, খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নে ১জন ও কাশিমপুর ইউনিয়নে ২জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।