ধূমকেতু প্রতিবেদক : দেশে করোনাকালীন দূর্যোগে ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধানের লক্ষে ‘টিম দুর্বার কান্ডারী রুয়েট’ এর নির্মিত ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর’ দেখতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পুনরায় পরিদর্শন করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। শনিবার দুপুর ১ টার দিকে রুয়েটে ভেন্টিলেটর পরিদর্শনে যান তিনি।
এমপির সাথে রাজশাহী মেডিকেল হাসপাতালের দুই সদস্য বিশিষ্ট একটি টিম ভেন্টিলেটর পরিদর্শনে যান। মেডিকেল টিমের সদস্যরা হলেন, রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর ড. নওশাদ আলী, রামেকের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান (অ্যানেসথেসিয়া) ডাঃ জামিল রায়হান।
‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর’ পরিদর্শনকালে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা প্রকল্পটি বাস্তবায়নে অগ্রগতি বিষয়ক খোঁজখবর নেন এবং সব রকমের সহায়তার আশ্বাস দেন। এছাড়াও উপস্থিত মেডিকেল টিমের সদস্যরা ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর’ এর কারিগরি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দ্রæত উপযোগী করে তুলতে সহায়ক নানা রকম পরামর্শ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. ফারুক হোসেন, ‘টীম দুর্বার কান্ডারীর রুয়েট’ তত্ত¡বধায়ক এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মাসুদ রানা, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ, চীফ মেডিকেল অফিসার ডাঃ মকসেদ আলী, রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি, অতিরিক্ত রেজিষ্ট্রার আরিফ আহমেদ চৌধুরীসহ টীম দুর্বার কান্ডারীর সদস্যবৃন্দ।
এছাড়াও জনাব ফজলে হোসেন বাদশা ‘টিম দুর্বার কান্ডারী রুয়েট’ এর নতুন নির্মাণাধীন প্রকল্প Cpap Device I Helmet based Ventilation ও পরিদর্শন করেন।