ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলা প্রকৌশলী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী পদে তাজেমুল হক কর্মরত ছিলেন।
তিনি রোববার উপজেলার উন্নয়ন মূলক কাজ পরিদর্শন শেষে অফিসে এসে প্রায় ২ টার সময় অসুস্থবোধ করলে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি ঘটায় তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এবং মেডিকেল কলেজের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন, ইন্না লিল্লাহে, ওয়া ইন্না ইলাহে, রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৫৫ বছর, তিনি ২ ছেলে স্ত্রী আত্মীয় স্বজন রেখে গেছেন, তার জানাযার নামাজ রাত ১০ টার সময় দক্ষিণ নওদাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
অকাল মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে ও পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৫৪, পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি, রাজশাহী জেলার নির্বাহী প্রকৌশলী সানিউল হক, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেনসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।