ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিএসটিআই’র অভিযানে চলতি বছরের গত অক্টোবর মাসে পৃথক ১১টি মামলায় ২ লাখ ৯১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই আইন-২০১৮ এর আওতায় বিএসটিআই’র মান সনদ না থাকায় ও অবৈধভাবে মান চিহ্ন ব্যবহারের দায়ে মোট ৬টি ভ্রাম্যমাণ আদালত ও ১৫টি সার্ভিল্যান্স টীমের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ৫টি মামলা দায়েরের মাধ্যমে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ওজন ও পরিমাপে কারচুপি, অবৈধ ওজন-পরিমাপক ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় ৬টি ভ্রাম্যমাণ আদালতে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর আওতায় ৯টি মামলায় ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ৯টি নিয়মিত মামলা দায়ের করা হয়।