ধূমকেতু প্রতিবেদক : করোনা ৩য় ঢেউ দেশজুড়ে অমিক্রন ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে কখনও কমছে তবে আশংকার কথা এই মহামারী নিমূল হচ্ছে না।
বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) করোনা মহামারী শুরু থেকেই সামাজিক সচেতনতা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।
এই ধারাবাহিকতায় ব্রাক এর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে সবাই মাস্ক পড়ি-সচেতন হয়, স্লোগানে পথচারীদের সচেতন করতে মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হয়।
শহরের বিভিন্ন স্থানে প্রায় ৬০০ জন পথচারীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সবাইকে নিয়মিত মাস্ক পড়ে ও ঘনঘন হাত ধোয়ার জন্য সচেতন করা হয়।
মাস্ক বিতরণকালে লফস পরিবারের সদস্য সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, মেহেদি হাসান ও সুপারভাইজার টুম্পা পাল অংশ গ্রহন করে।