ধূমকেতু প্রতিবেদক : বর্তমানে জমির বাজার মূল্য ও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) গৃহ নির্মাণ ঋণের অগ্রিমের সিলিং বৃদ্ধি করে সর্বনিম্ন ত্রিশ লক্ষ টাকা করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে রাকাব কর্মচারী সংসদের (সিবিএ) পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাজেদুর রহমান খানের কাছে লিখিত ভাবে দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট সড়ক সংলগ্ন বনলতা বাণিজ্যিক এলাকাস্থ রাকাবের প্রধান কার্যালয়ে তার হাতে দাবি সম্বলিত আবেদন তুলে দেয়া হয়।
রাকাব কর্মচারী সংসদের সাধারন সম্পাদক আবু নাঈম, ফজলে রাব্বী স্বাক্ষরিত আবেদন সূত্রে জানা গেছে, রাকাবের প্রধান কার্যালয় রাজশাহীর কর্মী ব্যাবস্থাপনা বিভাগের বিগত ২০১৮ সালের ১৬ অক্টোবরের সার্কুলার লেটার নং-প্রকা/কব্যবি-৭/২০১৮ অনুযায়ী বর্তমানে গৃহ নির্মাণ অগ্রিমের সিলিং সর্বোচ্চ ৮৫ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ২৮ লক্ষ টাকা বিদ্যমান রয়েছে।
আবেদনে জানানো হয়েছে, বর্তমান বাজারে সিটি কর্পোরেশনসহ বিভিন্ন জেলা শহর ও উপজেলায় প্রতি শতক জমির মূল্য বৃদ্ধি ও নির্মাণ সমাগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় অন্যান্য ব্যাংকগুলো বিশেষ করে বাংলাদেশ ব্যাংক ০৬ এপ্রিল ২০১৭, সোনালী ব্যাংক লি. ০৯ সেপ্টেম্বর ২০২০, জনতা ব্যাংক ০১ জুলাই ২০১৯ এবং রূপালী ব্যাংক লি. ১৮ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখে গৃহ নির্মাণ অগ্রিমের সিলিং ইতোমধ্যে পুনঃনির্ধারণ করে সর্বোচ্চ এক কোটি টাকা ও সর্বনিম্ন ৩০ লক্ষ টাকা করেছে। বিগত সময়ে অন্যান্য রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকগুলোর সাথে সামঞ্জস্য রেখে রাকাব-এ গৃহ নির্মাণ অগ্রিমের সিলিং বৃদ্ধি করা হয়েছে বলে উল্লেখ করে রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকগুলোর সাথে সামঞ্জস্য রেখে রাকাব-এ গৃহ নির্মাণ অগ্রিমের সিলিং বৃদ্ধির জন্য আবেদনে দাবি জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, বর্তমানে জমির বাজার মূল্য ও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান গৃহ নির্মাণ অগ্রিমের সিলিং অনুযায়ী ঋণ গ্রহণ করে অধিকাংশ কর্মকর্তা কর্মচারিরা সুষ্ঠু ও সুন্দর ভাবে সুন্দর ভাবে গৃহ নির্মাণ করতে সক্ষম হচ্ছে না। তারা ব্যক্তিগত ধার-দেনায় জড়িয়ে পড়ছেন।
রাকাবের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাজেদুর রহমান খানকে আবেদনপত্র প্রদানকালে রাকাব কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আবু নাঈম, ফজলে রাব্বী সাথে উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক আশরাফুল হক নিজামী, অর্থ সম্পাদক হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিঠুন রায়, দপ্তর সম্পাদক আনোয়ার সাদাৎ, কার্যনির্বাহী সদস্য সারোয়ার জাহান সাগর প্রমুখ।