ধূমকেতু প্রতিবেদক, রাবি : ঐতিহাসিক ৭ মার্চ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক চৌধুরী জাকারিয়া ও সদস্য-সচিব এম তারেক নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, ৭ মার্চ সকাল ৯টা ২০ মিনিটে আনন্দ র্যালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বিশ্বিবদ্যালয় ও হল প্রশাসন, ইনস্টিটিউট, সকল বিভাগ, শিক্ষক সমিতি ও অন্যান্য সংগঠন।
ঐদিন সকাল ১০ টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইতিহাস বিভাগের প্রফেসর আবুল কাশেম।
এছাড়াও প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। রাবি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।
সর্বশেষ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন। এসকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতেও বলা হয়েছে ।