ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার এলাকায় গত দু’দিন ধরে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজটের। বিশেষ করে উপজেলার পাঙ্গাসী ব্রিজ থেকে ফজলের মোড়, খলিল মোড় থেকে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ গেট পর্যন্ত সৃষ্টি হচ্ছে এই যানজট।
পাঙ্গাসী বাজারের কয়েকজন গ্রামপুলিশ জানান, ঈদের ছুটির কারনে মাঝে মধ্যে সৃষ্টি হচ্ছে যানজট। যানজট স্বাভাবিক রাখতে রায়গঞ্জ থানা পুলিশ ও গ্রামপুলিশ সারাক্ষণ কাজ করে যাচ্ছেন। বাজারের বাইরে বিকল্প একটি সড়ক হলে এ দূর্ভোগ পোহাতে হবে না বলে ধারণা করছেন অত্র এলাকাসী। আর তাছাড়া বাজারের প্রবেশ পথে বেশ কয়েকটি মোড় থাকার কারণেই মাঝে মধ্যেই সৃষ্টি হচ্ছে যানজটের। তবে গতবারের চেয়ে এবার যানজটমুক্ত নির্বিঘ্নেই ঢাকা থেকে বাড়ি ফিরতে পেরে খুশি অনুভব করছেন অনেকেই।
এদিকে উপজেলার হাটপাঙ্গাসী বাজারের স্থানীয় বাসিন্দা দলিল লেখক জাহাঙ্গীর আলোম (বাইদুল) বলেন, এবার ঢাকাগামী যাত্রীরা মোটামুটি যানজটমুক্ত ভাবে বাড়ি ফিরতে পারলেও মাঝে মধ্যেই যানজট হচ্ছে বাজারের ভিতরের সড়কগুলোতে। এ সমস্যা সমাধানে বাজারের বাইরে বিকল্প একটি সড়ক নির্মাণের দরকার বলে মনে করছেন অত্র এলাকাবাসী।