ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে স্কুল ও কলেজে অধ্যায়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ১১ জুন শনিবার প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার বিতরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাসার সুজন, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
আরও উপস্থিত ছিলেন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু, তানভির রেজা, রামিল হাসান সুইট ও মোর্শেদুল মোমেমিন রিয়াদ প্রমুখ।
এদিন উপজেলার স্কুল ও কলেজে অধ্যায়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার নগদ অর্থ, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী এসব উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।
এসময় উপস্থিতদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, এক সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা শিক্ষার বাইরে ছিল, এখন তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা সমমর্যাদা এবং সমঅধিকারের ভিত্তিতে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নেও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন।
তিনি আরও বলেন, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে তার সরকার।
তিনি বলেন, বছরের শুরুতেই এখন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ মায়েদের মোবাইলে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার প্রসারেও কাজ করছে বর্তমান সরকার।