ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে এবং মুক্তি যোদ্ধা কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা বিষয়ক বই বিতরণ ৩ টি শিক্ষা প্রতিষ্ঠনে করা হয়।
প্রতিষ্ঠান গুলো হলো মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাকশিমইল উচ্চ বিদ্যারয় ও কেশরহাট উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১২ টার সময় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা