ধূমকেতু প্রতিবেদক : ২৫ মার্চ জাতীয় গণহত্যার দিবস স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় রাবির বদ্ধভূমিতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বর্গ এর আয়োজন করে। এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়।
এই আয়োজনে বক্তব্য দেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, সমাজ চিন্তাবিদ একাত্তরের বদ্ধভূমি ও গণকরব চিহ্নকরণ ব্যক্তিত্ব সিনিয়র সাংবাদিক আহম্মেদ সফিউদ্দিন।
মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবুর উপস্থাপনায় আরও বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, শহিদ পরিবার কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি শাহ জামান প্রমুখ।
বক্তরা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান। তারা রাবির জোহা হল নির্যাতন কাহিনী, হলের সামনে লিপিবদ্ধসহ শহীদদের নামের তালিকা প্রকাশ এবং বিভিন্ন বদ্ধভূমি, গণকবরের শহীদদের নামের তালিকা প্রকাশসহ সেগুলো সংরক্ষণের দাবি জানান। যারা একাত্তরের গণ্যহত্যার সাথে জড়িত তাদের নামের তালিকা প্রকাশ ছাড়াও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতির কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
ইউটিউব ভিডিও :
ফেসবুক ভিডিও :