ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকা থেকে সিহাব উদ্দিন নামের ৯ বছর বয়সী একটি শিশু হারিয়ে গেছে।
গত ২০ অক্টোবর সকালে সিহাব কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর সকলস্থান এবং আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুজি করেও শিশুটিকে পাওয়া যায়নি। শিশুটির দৈহিক উচ্চতা ৪ ফুট, গায়ের রং কালো, পরনে ছিল গেঞ্জি প্যান্ট এবং পায়ে সেন্ডেল।
এ ঘটনায় মতিহার থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে, জিডি নং ১৩২১। শিশু সিহাব উদ্দিনের সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।
শিশুটিকে যদি কেউ খুঁজে পান তাহলে মতিহার থানায় এবং ০১৭৫৬-৫৮৭৮৫১ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।