ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আগস্ট-২০২৪ মাসে ১০ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে রাজশাহীর বেসরকারী উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।
লফসের তথ্য মতে আগস্ট মাসে ঘটে যাওয়া ঘটনার চিত্র :
রাজশাহীতে এক গৃহবধূ স্বামী দ্বারা নির্যাতনের শিকার, তানোরে এক নারী স্বামী দ্বারা নির্যাতনের শিকার, বাগমারা উপজেলার বিলকুৎসা গ্রামে মনোয়ারা খাতুন (৩০) নামে এক নারী নির্যাতনের শিকার, পুঠিয়া উপজেলায় মাহিনা খাতুন (২০) নামে এক নারী নির্যাতনের শিকার, তানোর উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার।
এদিকে, তানোরে মা ও মেয়ে নির্যাতনের শিকার, পুঠিয়া উপজেলায় ফারজানা (১৫) নামে এক শিশু নির্যাতনের শিকার, বাঘায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, নগরীতে আবদুল্লাহ (১০) নামে এক শিশু নিঁখোজ।
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান তিনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew