ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : গত ৫ আগস্ট এর পর থেকেই পর্যটক শূন্যতায় পড়েছে পুঠিয়া ঐতিহাসিক রাজবাড়ী ও জাদুঘর। যেখানে সপ্তাহের প্রতিদিনই দেশ-বিদেশে থেকে দর্শনার্থী ঘুরতে আসতো ইতিহাস জাদুঘরে।
সপ্তাহের বিশেষ দুদিন শুক্র ও শনিবার মানুষের ভরপুর থাকে পুঠিয়া দর্শনীয় স্থান রাজবাড়ী ও জাদুঘর সেখানে এখন পর্যটক শূন্যতায় পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতিদিনই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে অসংখ্য পর্যটকে দেখা মিলতো কিন্তু গত পাঁচ আগস্টের পড়ে থেকে দর্শনার্থী নেই বলেই চলে। দেশের বর্তমান অবস্থায় মানুষের নিরাপত্তা স্বার্থে বর্তমানে রাজবাড়ীতে পর্যটকের সংখ্যা কমে গেছে বলে মনে করেন স্থানীয় অনেক বিশিষ্টজনেরা।
তারা আরও বলেন, এই সংকট থেকে কাটিয়ে উঠতে একটু সময় লাগবে হয়তো।
তবে বর্তমানে রাজবাড়ী চারিদিকে যে বিভিন্ন গাছ ও উপকরণ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এবং বাহারি নানা রকমের ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে তাতে অচিরেই দর্শনার্থী আকৃষ্ট হবে বলে মনে করেন তারা।
পুঠিয়া রাজবাড়ী আশেপাশে যে সকল স্থান দেখার মত কর হয়ে আছে তা হল,রাজবাড়ি ছাড়াও পুঠিয়ার রাজাদের স্মৃতি বিজড়িত বড় গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির, বড় শিবমন্দির, ছোট শিবমন্দির, বড় আহ্নিক মন্দির, ছোট আহ্নিক মন্দির, জগদ্ধাত্রী মন্দির, দোল মন্দির, রথ মন্দির, গোপাল মন্দির, সালামের মঠ, খিতিশচন্দ্রের মঠ, কেষ্ট খেপার মঠ, হাওয়া খানা, রানিঘাটসহ ১৫টি প্রাচীন স্থাপনা রয়েছে।
পুঠিয়া প্রত্নতাত্ত্বিক এলাকার ব্যবসায়িকরা বলেন, দেশের এমন প্রেক্ষাপটের কারণে দর্শনার্থী আশা অনেকটাই কমে গেছে। সেই সাথে কমে গেছে আমাদের ব্যবসা । এতে করে আমরা অনেক টাকা লোকসানে আছি। এনজিও থেকে ঋণের নিয়ে ব্যবসা শুরু করেছিলাম ঘর ভাড়া ও ঋণের টাকা এখন আমাদের বোঝা। তাই যত তাড়াতাড়ি দর্শন হচ্ছে আসা শুরু হবে ততই আমাদের জন্য ভালো।
রাজবাড়ী ও জাদুঘর ঘুরতে আমিনুল হোসেন বলেন, রাজবাড়ী ও জাদুঘর ঘুরার জন্য এসেছি। ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম ভালো লাগলো। কিন্তু দুঃখ জনক ব্যাপার এই যে, পুঠিয়া রাজবাড়ী বর্তমানে দর্শনার্থী শূন্য বললেই চলে। আশা করি দেশ আবার আগের মতো স্বাভাবিক হবে এই ঐতিহ্যময় জায়গা অনেক মানুষ আসবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর অ্যাসিসট্যান্ট কাস্টোডিয়াল হাফিজুর রহমান বলেন, গত ৫ আগস্টের এর পরে থেকে দর্শনার্থী কমে গেছে উল্লেখযোগ্য ভাবে। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও এখন আর ভিজিট করেন না। সেই সাথে বিদেশী দর্শণার্থী একেবারেই নেই। তবে রূপপুর পারমানবিক থেকে রাশিয়ানরা দু একজন করে কেবল আসা শুরু করেছে।
আশা করা যায় সামনে শীতকাল অল্প দিনে আবার দর্শনার্থী আসা শুরু হবে বলে মনে করি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew