ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন প্রতিদিন ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপজেলার গ্রাম বাসিন্দারা।
গত (৩০-০৯-২৪ ইং)সোমবার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তথ্য অনুযায়ী বর্তমানে বেশ কদিন থেকে প্রতিদিন ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। আক্রান্ত রোগীদের আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে পরবর্তী সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে । আমাদের পুঠিয়া উপজেলায় এখনো পর্যন্ত মারাত্মক রূপে আকার ধারণ করতে পারেনি ডেঙ্গু। আমরা সেবা দেওয়ার পাশাপাশি সকল রোগী এবং আত্মীয়-স্বজনদের যে ডেঙ্গুর রোগের বিষয়ে সচেতন হবার জন্য পরামর্শ দিচ্ছি।
এ বিষয়ে একাধিক রোগীরা বলেন, কদিন থেকে হঠাৎ প্রচন্ড জ্বর গ্রাম্য চিকিৎসকের থেকে ওষুধ খাওয়ার পরও জ্বর না কমায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা জানায় আমি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছি এর পরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হই সেখানে দেখে আমার মত আরও অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। আমরা রোগীরা মনে করি উপজেলা জুড়ে মশা নিধনের কোন কার্যক্রম না থাকায় আজ এই ডেঙ্গু রোগ আমরা আক্রান্ত হয়েছি। দোয়া করি উপজেলা ও পৌরসভা প্রশাসন যদি এ বিষয়গুলো আগে থেকে সুদৃষ্টি রাখত তাহলে এই রোগ আমাদের পুঠিয়াতে হত না বলে মনে করি আমরা।
আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: আল আমিন বলেন, গত মাসের তুলনায় বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা একটু বেশি হয়েছে। চলতি মাসের (২৯-০৯-২৪ ইং )তারিখ পর্যন্ত ১৮ জন রোগীর ডেঙ্গু সনাক্ত হয়। এর মধ্যে গত বৃহস্পতিবার একদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন ৬ জন। একজন আশঙ্কাজনক অবস্থায় ছিলো বর্তমানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়ে সে এখন পুরোপুরি সুস্থ। কতটি রোগী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন এখন পর্যন্ত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকেই রাজশাহীতে পাঠানো হয়নি। পাশাপাশি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মচারী ও কর্মকর্তাগণ ডেঙ্গু প্রতিরোধে সচেতন মূলক পরামর্শ দিচ্ছেন সকল প্রকার রোগীদের।