ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে বুধবার (২ অক্টোবর) সকাল ১০ টায় সাধারণ মানুষ মাঝে টিসিবির পণ্য বিক্রিয় শুরু করার কথা থাকলেও তা সঠিক সময়ে শুরু করতে পারেনি টিসিবি কতৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবির পণ্য নিতে আসা খেটে খাওয়া সাধারণ মানুষ দীর্ঘ লাইন অপেক্ষা করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে একটা সময় বহিরাগত কিছু মানুষ এসে এখানে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে আমরা জানতে পারি যে তারা জিউপাড়া ইউনিয়নের বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী। এসেই হট্টগোলের শুরু করে।হট্টগোলের প্রধান কারণ তাদের মনোনীত ব্যক্তিদের কার্ড ছাড়াও টিসিবির পণ্য দিতে হবে এমন দাবি করে বসেন। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইউনিয়ন কর্তৃপক্ষ এবং পুলিশের উপস্থিতিতেই টিসিবির পণ্য বিতরণ করা হয়।
টিসিবির পণ্য নিতে আসা মাসুদ রানা জানান, আমরা কোন দল করিনা আমরা গরীব মানুষ টিসিবি নিতে এসে আজকে যা দেখছি এতে করে টিসিবি কার্যক্রম মনে হয় গরিব মানুষের জন্য না দলের নেতাকর্মীদের জন্য। তবে এটা সত্য বিগত সরকারের আমলে টিসিবির কার্ড নিয়ে দলীয় করণ করা হয়েছে।
নাম গোপন করা স্বত্ত্বে এক একাধিক বিএনপি নেতাকর্মী বলেন, বিগত সরকারের আমলে তারা গরীবদের কে টিসিবি না দিয়ে শুধু দলের নেতাকর্মীদের মনোনীত ব্যক্তিদের টিসিবির কার্ড প্রদান করেন গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এই কার্ডের থেকে ছিটকে পড়েন। আমরা সে সকল মানুষদের টিসিবির পণ্যে কার্ড করে দেওয়ার জন্য বেশ কয়েক দিন আগেই জানায় তারা আজকে টিসিবির পণ্য দিচ্ছে।
কিন্তু এতদিন হয়ে গেলেও গরীব মানুষগুলোর নামে কেন কাঠ হয়নি আর তারা কেন পাবে না। এটাই আমাদের প্রশ্ন।
এ বিষয়ে জিউপাড়া ইউনিয়নের সচিব বলেন, তারা নতুনভাবে কিছু কার্ডের নাম অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে বেশ কদিন আগে জানিয়েছে আমরাও সেগুলো লিস্ট সংগ্রহ করেছি এবং লিস্টটি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে সেখান থেকে পুনরায় কার্ড আসার পরেই আমরা ঐ সকল ব্যক্তিদের টিসিবির পণ্য দিতে পারব। কিন্তু বর্তমানের যে অবস্থা আমরা স্থানীয় নেতাকর্মীদের বুঝাতে পারছি না বিষয়টা। যে ইতিপূর্বে যেগুলা নামে কার্ড হয়েছে এবার শুধু তারাই টিসিবির পণ্য পাবে পরবর্তীতে নতুন করে যাদের নাম পাঠানো হয়েছে তারা পাবে এটা তারা কোনো রকমে বুঝতে পারছে না সেজন্য এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে এখন থানা থেকে পুলিশ সদস্যদের পাঠানোর পরে কিছুটা এখন স্বাভাবিক হয়েছে।
পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন জানান, বিষয়টি আমি জানার পরে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা স্থালে পুলিশ যাবার পরে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে।
এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম নূর হোসেন নির্ঝর বলেন, বিষয়টি আমি জানার পরে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে এবং টিসিবি কার্যক্রম চলমান হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew