ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চল আয়োজিত “আমরাই সেরা” শীর্ষক ফাইনাল রাউন্ড বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশন মিলনায়তনে ‘আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকায় প্রধান’ এ বিষয়ে পক্ষে যুক্তি তর্ক উপস্থাপনের মাধ্যমে বিজয়ী হয়েছে বাউয়েটের সাদমান আহমেদ, কাজী সুমাইয়া নাইস ও নুজহাত আনিকা রাইসার দল। সেরা বিতার্কিক হয়েছে বিপক্ষ দলের দলনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিফাত হোসেন।
এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান বিচারক এর দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের নিযুক্ত প্রশাসক ড. দেওয়ান হুমায়ন কবির। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রুয়েটের ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ঐশি জ্যোতি ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াকিন সৃজন। উক্ত বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার রাজশাহী এর উপ-আঞ্চলিক পরিচালক বিতার্কিক মনিরুল হাসান। বিতর্ক শেষে মডারেটর মনিরুল হাসান বাউয়েটকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। এসময় বিতার্কিকগণ ও দর্শকসারীতে থাকা শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে।
এসময় উপস্থিত ছিলেন, বাউয়েট এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান, ট্রেজারার কর্নেল শওকত হুসেন, পিএসসি (অব.), বাউয়েট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, আইন অনুষদের ডিন, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহীদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. নূরুল ইসলাম, বাংলাদেশ বেতার, রাজশাহী এর আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা আমিনুল ইসলাম কনকসহ বাউয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক দর্শক শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত ১ আগস্ট ২০২৩ তারিখে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় বাউয়েটসহ রাজশাহী অঞ্চলের ৮টি সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি দল অংশগ্রহণ করে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/