ধূমকেতু প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমে উঠেছে রাজশাহী পাইকারি কাঁচামাল সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনী প্রচার-প্রচারণা। পুরোপুরি নির্বাচনী আমেজ বইছে ব্যবসায়ীদের মাঝে। প্রার্থীরাও প্রতীক পেয়ে প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন।
প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি দোকানে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। চায়ের দোকান, হোটেল থেকে শুরু করে বাজারের অলিগলিতে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। পোস্টারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ মোড়সহ পুরো বাজার।
সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, পাইকারি কাঁচামাল সমিতির নির্বাচন আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। সময় ঘনিয়ে আসায় প্রার্থীরা ভোটারদের নিকট ভোট প্রার্থনা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কথা বলে ভোট চাইছেন। নির্বাচনে মোট ১৪ টি পদের জন্য লড়াই করবেন ১৯ জন প্রার্থী। মোট ভোটার রয়েছেন ৩৮৮ জন।
নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, সহ সভাপতি পদে ২ জন ও দপ্তর সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এছাড়াও ক্যাশিয়ার পদে ১ জন এবং ক্রীড়া সম্পাদক পদে ১ জন ও সদস্য পদে ৫ জন বিনাপ্রতিদ্বন্দ্বীতা জয়ী হয়েছেন।
বাজারের স্থানীয় দোকানদার আমিনুল বলেন, দীর্ঘদিন পর এ নির্বাচন হওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের মধ্য থেকে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি জানান।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব গোলাম মুর্তুজা জুয়েল ধূমকেতু নিউজকে জানান, বাজারের বিভিন্ন রাস্তাঘাট ও অলিগলিতে অব্যবস্থাপনার কারণে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে তা ইনশাআল্লাহ আমি সমাধান করবো এবং সাধারণ পাইকারি কাঁচামালের দোকানী থেকে শুরু করে ব্যাবসায়ীদের মানোন্নয়ন কাজ করবো।
আগামী ১৮ নভেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew