ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ হাফিজুর রহমান (৪৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মৃত ইলাহী বক্সের ছেলে। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন ওমরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হেরোইনের মূল্য ১ কোটি টাকা। আসামীর বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।