ধূমকেতু প্রতিবেদক : অনলাইনের মাধ্যমে এখন থেকে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মাধ্য বিদ্যুতের বিল প্রদান করা যাবে। বাড়িতে বসেই একজন বিদ্যুতের গ্রাহক ঝুট ঝামেলা ছাড়াই বিল প্রদান করতে পারবেন। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নিজস্ব এপস্ এর মাধ্যমে এই বিল প্রদান করা যাবে।
রোববার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড রাজশাহী শাখা ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের (নেসকো) মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নেসকোর মিনি কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক প্রধান মোহা. শফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোসফিকুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও নেসকোর পক্ষে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক আব্দুল আজিজ, প্রধান প্রকৌশলী (বিজ্ঞান জোন) আব্দুল রশিদ, এএইচএম ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপপ (লিগ্যাল) শরিফুল ইসলামসহ বিভিন্ন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
অনুষ্ঠানে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষে আঞ্চলিক প্রধান মোহা. শফিকুল ইসলাম ও নেসকোর পক্ষে নির্বাহী পরিচালক আব্দুল আজিজ চুক্তি স্বাক্ষর করেন।