ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আরইউজের নতুন অফিসে এসে এ সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য শরিফুল ইসলাম তোতা, সদস্য সালাহউদ্দিন ও আমজাদ হোসেন শিমুল, রাজশাহী জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, মেমোরী খাতুন প্রমুখ।
এমপি মিতা বলেন, ‘সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে সাংবাদিকদের ভ‚মিকা গুরুত্বপূর্ণ। যা সংবাদকর্মীরা পালন করে চলেছেন। রাজশাহীর উন্নয়ন গণমাধ্যমে তুলে ধরে রাজশাহীর সাংবাদিকরা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এটি আগামীতেও বজায় থাকবে বলে আমি আশা করি।’