ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিপুল পরিমান হেরোইনসহ রতন আলী (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার দুপুর ১.৩০ মিনিটে গোদাগাড়ী থানাধীন মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রতন আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট সোন্ডলপুর এলাকার মৃত জমসেদ আলীর ছেলে।
র্যাবের কো¤পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার এ.টি.এম. মাইনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রতন আলীকে হেরোইনসহ গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ২২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তিনি আরও জানান, উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।