ধূমকেতু প্রতিবেদক : রোববার কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নিজস্ব উদ্যোগে তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়ন শাখা কার্যালয়ে সংস্থার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তানোর চান্দুড়িয়া ইউনিয়ন ০৭ ওয়ার্ডের মেম্বার সাম মাহাম্মদ আলী মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন, অর্থ সম্পাদক মেরাজ উদ্দীন, রাতৈল সমাজকল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা। সভাপতিত্ব করেন, সংস্থার সাধারণ সম্পাদক সালমান আরিফ।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার স্বেচ্ছাসেবীসহ আরো অনেকে।