ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পদ্মায় আবারো ভ্রমন নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে রাজশাহীর পবার হাড়ুপুর এলাকার ৫নং আইবাধ এলাকায় ১৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকা ডুবির ঘটনায় ১১ জন সাঁতরে তীরে ফিরলেও তিন নিখোঁজ রয়েছে। ঘটনার পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করে। তবে এই নৌকায় যারা ভ্রমন করছিল তাদের লাইফ জ্যাকেট ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রী ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে পদ্মা নদীতে ঘুরছিল। বিকেল ৫টার দিকে নৌকাটি পদ্মার হাড়ুপুর ৫নং আইবাধ এলাকায় ডুবে যায়। ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে এসে পৌঁছায়। বাকি দুইজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে সুচনা নামের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রিমন নামের একজন অষ্টম শ্রেণির ছাত্র রয়েছে।
জাকির হোসেন আরো জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।
নৌকার ভ্রমনকারী ইসতিয়াক আহম্মেদ হৃদয় বলেন, নৌকায় মোট ১৩ জন যাত্রী ছিলেন। আইবাধ বিডিয়ার ক্যাম্পের কাছে নৌকা একটি ঢেউয়ের পাকে পড়ে ডুবে যায়। অন্যরা উঠে আসতে পারলেও তাদের তিন জন উঠে আসতে পারেনি।
মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহদী মাসুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী ডুবুরী দলের দুইটি ইউনিট কাজ শুরু করে।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এমএম মাসুদ পারভেজ বলেন, ওই নৌকাতে যারা ছিল তারা সবাই একই পরিবারের। তাদের বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার খোলাবনা গ্রামে। বেড়ানোর জন্য তারা বের হয়েছিল। পরে নৌকা ভাড়া করে পদ্মায় তারা ঘুরছিল। নিখোঁজ সুচনা ও রিমন খালাতো ভাইবোন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার অভিযান চালানো হচ্ছিল।