ধূমকেতু প্রতিবেদক : নগরীতে হঠাৎ করে কেজিতে ২০টাকা বাড়লো পেঁয়াজের দাম। গত ২ দিন আগেও যেই দেশি পেঁয়াজ ৩৭ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। এ নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ কেজিতে ২ থেকে ৫ টাকা কোনো কারণে বাড়লেও একসাথে ২০ টাকা বাড়া অসম্ভব ব্যাপার।
ক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম লাগামহীনভাবে বেড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই এখনোই লাগাম টেনে ধরতে হবে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিং করা প্রয়োজন। যাতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে না পারে। কারণ পাইকারি বাজারে এখনো তেমন দাম বাড়নি বলে শোনা যাচ্ছে। দেশে পেঁয়াজেরও কোনো ঘাটতি নেই। তাহলে দাম বাড়ল কেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে বা কারা কার স্বার্থে তাহলে এই দাম বাড়ালো। অল্প সময়ের মধ্যে তা উদ্ঘাটন করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
আর প্রশাসন বলছে, এবার পেঁয়াজের কোনো ঘাটতি নেই। দাম বাড়ার কোনো কারণ নেই। বিষয়টি তারা মনিটরিং করে ব্যবস্থা নেবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন দেশি পেঁয়াজ উঠার পর বেশ কিছুদিন ধরেই মহানগর ও আশেপাশের উপজেলাগুলোতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিলো ৩৫ থেকে ৩৭ টাকা কেজিতে। যদিও শুরুতে ৩০ টাকা কেজি বিক্রি হয়েছে। গত ২ দিন আগেও এ দামে বিক্রি হয়েছে। কিন্তু হঠাৎ করে রাজশাহী মহানগরীর বাজারগুলোতে দেশি পেঁয়াজের দাম ২০ টাকা বেড়ে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া শুরু করে। পেঁয়াজের দাম শুনে ক্রেতারা হতবাক হয়ে যাচ্ছে। কারণে এক সাথে ২০ টাকা কেজিতে দাম বেড়ে যাওয়া স্বাভাবিক কোনো ব্যাপার নয়।
নগরীর লক্ষীপুর বাজারসহ আশেপাশের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, বিক্রেতারা ৬০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছেন। অনেক ক্রেতাই দাম শুনে পেঁয়াজ না কিনেই চলে যাচ্ছে। আবার যাদের খুব বেশি প্রয়োজন তারা পেঁয়াজ কিনছে। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে গেছে। তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। কম দামে বিক্রি করা সম্ভব নয়। কিন্তু কিভাবে দাম বাড়ল তা তারা জানাতে পারেনি। তবে তারা বলছেন, কম দামে পেলে কম দামে বিক্রি করা সম্ভব হবে।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়র বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশে এবার পেঁয়াজের কোনো ঘাটতি নেই। তাই দাম বাড়ার কোনো প্রশ্নই আসেনা।
উল্লেখ্য, গত বছর রাজশাহীসহ সারাদেশে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বেড়ে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়। এ কারণে মানুষ নাজেহাল হয়ে পড়ে। টিসিবি পেঁয়াজ বাজারে ছাড়লেও দাম একই ছিল।