ধূমকেতু প্রতিবেদক : করোনা দ্বিতীয় ঢেউ বর্তমানে দেশজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস রোববার নগরীর বিভিন্ন স্থানে সামাজিক সচেতনতা কর্মসূচীর আওতায় ‘সবাই মাস্ক পড়ি-সচেতন হয়, প্রয়োজন ছাড়া বাহিরে নয়’ স্লোগানে দরিদ্র পথচারীদের সচেতন করতে মাস্ক ও সাবান বিতরণ কর্মসূচী পালিত হয়।
স্বাস্থ্য মস্ত্রণালয় ও স্ক্যান বাংলাদেশের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে প্রায় ২০০ জন পথ চারীর মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। সবাইকে নিয়মিত মাস্ক পড়া ও ঘনঘন গাত ধোয়ার জন্য সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লফস পরিবারের সদস্য সংস্থার প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, সুপারভাইজার টুম্পা পাল ও আশরাফুলসহ অন্যন্যরা।