ধূমকেতু প্রতিবেদক : নয় দিন পর রাজশাহীর পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ভাই-বোনের সন্ধান মিলেছে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে নগরীর পবা উপজেলার হাড়ুপুর এলাকায় নৌ-ডুবির ঘটনাস্থলেই ২০ মিনিটের ব্যবধানে ভেসে উঠলো দুই জনের লাশ।
এলাকাবাসী লাশগুলো উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
উদ্ধারকৃতরা হলো, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২৩) ও নওগাঁর অষ্টম শ্রেণির ছাত্র রিমন (১৪)।
মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহদী মাসুদ বলেন, শনিবার সকাল ৭ টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে লাশের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর পবার হাড়ুপুর এলাকার ৫নং আইবাধ এলাকায় ১৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জন সাঁতরে তীরে ফিরলেও দুই জন নিখোঁজ ছিল। ঘটনার পর অনেক চেষ্টা করেও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করতে পারেনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।