ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলার মোহনপুর উপজেলার নাকইল গ্রামে এক শিশুকে মারধর করে হত্যার হুমকি দেওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রশিদের ছেলে তরিকুল ইসলাম রাজ (০৮) কে নিজ এলকায় একা পেয়ে এই ঘটনা ঘটায় উজ্জল হোসেন ও তাঁর স্ত্রী হাসিনা বেগম।
শিশুটির মা তানজিমা বেগম বলেন, আমার ছেলেকে তারা এলোপাথারিভাবে মারধর করে হত্যার হুমকি দেওয়ায় আমার ছেলেকে নিয়ে আমরা দ্রুত মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ এর কাছে বিস্তারিত বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করি। আমি এর সুষ্ঠ বিচার চাই যেন কোন মাকে সন্তানের জন্যে কান্না করতে না হয়।
আহত শিশু তারিকুল ইসলাম রাজ বলে, তাদের মারধরের পর আমি বাম কানে ঠিক মত শুনতে পারচ্ছিনা। আমি প্রতিবেশি হিন্দু ভাইদের সাথে চলাফেরা করি বলে তারা আমাকে সব সময় ভয় দেখায় আজ আমাকে তারা প্রচন্ড মারধর করে হত্যার হুমকি দিয়েছে। ভয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা।
এবিষয়ে কেশরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, শিশুদের উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে বিগত দিনে আমার ওয়ার্ডের সকল বাসিন্দাদের জানানো হয়েছে কোন শিশুকে নির্যাতন করা যাবেনা। তারপরেও উজ্জল ও তার স্ত্রী হাসিনা আজ শিশু নির্যাতন করে শিশুটির অঙ্গহানির চেষ্ঠা চালিয়েছে, আমি আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ জানান, শিশু নির্যাতন করে তাদের কমলমতি মনোভাব নষ্ঠ করা যাবেনা। শিশু রাজের মারধরের অভিযোগ বিষয়টি আমি অবগত হওয়ার পর বিষয়টির তদন্ত করার জন্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।