ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পানিবন্দি হয়ে পরেছেন রাজশাহীর পুঠিয়া পৌরসভার শতাধিক পরিবার। তলিয়ে গেছে রোপনকৃত ধান, ভেসে গেছে পুকুরের মাছ। এদিকে জলাবদ্ধতা নিরসনে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বরাবর গণন্বাক্ষরিত লিখিত আবেদন দেয়া হয়। পৌরবাসীরা বলছেন গত বছর জলাবদ্ধতা নিরসনে কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু প্রকৌশীর অপরিকল্পনার কারণে তা জন কল্যানে কোনো কাজে আসছে না।
গণস্বাক্ষরিত লিখিত আবেদন সূত্রে জানা গেছে, বিগত সময়ে বর্ষা মৌসুমের পানি প্রবাহের স্থান গুলো স্থানীয় প্রভাবশালীরা মাটি ভরাট দিয়ে বন্ধ করেছেন। যার কারণে গত কয়েক বছর থেকে পৌরসভার ২,৭ ও ৮ নং ওয়ার্ডের বেশীরভাগ এলাকা দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকে। এতে জনদূর্ভোগের সাথে ব্যাপক ফসলহানী ঘটে।
পৌরবাসী জাহাঙ্গীর ফরাজি বলেন, বর্ষা মৌসুমে পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে অতিরিক্ত পানি ২নং ওয়ার্ড হয়ে কান্তারবিলে চলে যায়। যা কয়েক যুগ থেকে এ ভাবেই চলছে। কিন্তু গত দুই বছর থেকে ২ নং ওয়ার্ডের বর্তমান পল্লী বিদ্যুৎ অফিসের সামনে তিন চারজন প্রভাবশালী ব্যাক্তি পানি চলাচলের ওই ক্যানেলে অবৈধ ভাবে মাটি ভরাট করেছে। এতে করে পানি চলাচল বন্ধ রয়েছে। এদিকে গত দুই দিনের বৃষ্টির পানিতে শতাধিক বিঘা ফসলী জমি ও পুকুর তলিয়ে গেছে। যার কারণে গ্রামের লোকজন পানিবন্দি থেকে মুক্তি পেতে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বরাবর গণস্বাক্ষরিত আবেদন করেছেন।
জামাল হোসেন নামের অপর একজন পৌরবাসী বলেন, গত ১৯/২০ অর্থ বছরে পৌর এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন করতে ড্রেন নির্মাণ কাজ হাতে নেয়া হয়। আবহাওয়া ও জলবাযু অধিদপ্তরের অধিনে এই কাজে বরাদ্দ দেয় এক কোটি টাকা। যার দৈর্ঘ্য মাত্র ২৯৭ মিটার। এবং প্রস্ত ও উচ্চতা দুই মিটার। তিনি বলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী রহস্যজনক ও অপরিকল্পিত ভাবে মধ্যাংশে ড্রেন নির্মাণ করায় এলাকার মানুষ তাতে ময়লার ঘাবার হিসাবে ব্যবহার করছে।
আমিরুল ইসলাম নামের অপর একজন বলেন, পৌরসভার ২, ৭ ও ৮নং ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতার নিরসন করতে হলে মালেক মাষ্টারের বাড়ি থেকে মূসাখাঁ নদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার স্থায়ী ড্রেন নির্মাণ করা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগ এখনো আমার হাতে আসেনি। তবে জলাবদ্ধতা নিরসনে সব সময় প্রশাসন কাজ করছে। এ বিষয়েও কার্যক্রম শুরু করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুতপূণ। আমরা পানি নিস্কাশনের জন্য পদক্ষেপ নিচ্ছি।
এ বিষয়ে পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান বলেন, জলাবদ্ধতার নিরসনের জন্য আমরা কাজ করছি। ড্রেনের কথা বলে, সাবেক মেয়র ড্রেন নির্মাণ কাজ শুরু করেন যে টাকা বরাদ্দ পেয়েছি তাতে ২৯৭ মিটার ড্রেন হয়েছে। বাকি অংশের কাজ করতে নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। আমরা বরাদ্দ পেলে কাজ শুরু করবো।