ধূমকেতু প্রতিবেদক : ‘শিশুর সাথে শিশুর তরে-বিশ্ব গড়ি নতুন করে’ স্লোগানে ৫-১১ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, ২০২০ সারা দেশে পালিত হচ্ছে। সপ্তাহটি উপলক্ষ্যে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সহযোগিতায় নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।
এর ধারাবাহিকতায় করোনা কালীন শ্রমে নিয়োজিত বিভিন্ন পেশার (রেল/বাস/লঞ্চ ষ্টেশনের মালপত্র বহন, হোটেল/রেস্তোরার কাজ, বাস/টেম্পু হেলপার, গ্যারেজে কাজ, মুদি দোকানে কর্মচারী, কাঠ মিস্ত্রি/ রাজ মিস্ত্রি, হস্ত শিল্প/তাত শিল্প কাজ, ময়লা কুড়ানো/ সাফাইয়ের কাজ, চায়ের দোকান/ ফলের দোকান/ফুচকার দোকান, চা/সিগারেট বিক্রেতা/মাছের দোকান/ মুরগির দোকান/রিক্সা চালক/ পাখির দোকান/ বাদাম বিক্রেতা/ কাপড়েড় দোকান/ বইয়ের দোকান/ সবজির দোকান/ স্বর্ণের দোকান/ গ্যাসের দোকান/ পার্সেল সার্ভিস) রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ৫০ টি শিশুর সাথে সরাসরি ও বিভিন্ন ভাবে আরও শতাধিক শিশুর সাথে কথা বলে শিশুদের উপর একটি জরিপ পরিচালনা করা হয়।
জরিপের তথ্য মতে প্রায় ৭৮ শতাংশ শ্রমে নিয়োজিত শিশুর আয় কমেছে, প্রায় ২২ শতাংশ শ্রমে নিয়োজিত শিশু কর্মহীন হয়ে পড়েছে। আশার কথা হলো করোনা সমন্ধে শ্রমে নিয়োজিত সকল শিশু কোন না কোন মাধ্যমে জেনেছে। পাশাপাশি প্রায় ৬৮ শতাংশ শিশু ও তার পরিবার সরকারী/বেসরকারী ত্রাণ সহযোগিতা পেয়েছে বলে শ্রমে নিয়োজিত শিশুদের সাথে কথা বলে জানা গেছে। এছাড়া করোনা কালীন সব চেয়ে প্রয়োজনীয় মাস্ক ও সাবান পেয়েছে মাত্র ২০ শতাংশ শ্রমে নিয়োজিত শিশু। শ্রমে নিয়োজিত প্রায় ২২ শতাংশ নিরক্ষর।
লফস এর নির্বাহী পরিচালক শাহাজান পারভীন বলেন, উন্নয়ন সংস্থা লফস জরিপটি পরিচালনা করে এবং প্রায় ১৫০ টি শিশুর সাথে কথা বলে নিদিষ্ট সংখ্যার উপর শতাংশে ভাগ করা হয়। এটি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সামগ্রিক চিত্র নয় কিন্তু বাস্তবিক ভাবে একটি ধারণা মাত্র। তবে অনেকাশে তথ্যগুলো বাস্তাবিক এবং সম্পূর্ণ সিটি কর্পোরেশন এলকায় একটি সুনিদিস্ট জপির পরিচালনা করে শ্রমে নিয়োজিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ঝঁকিমুক্ত শ্রম নিশ্চিতের ব্যবস্থা গ্রহন জরুরী বলে মনে করেন। এছাড়া কর্মহীন হয়ে পড়লে সমাজে অপরাধ প্রবনতা বাড়ার ও আশংকা করেন তিনি।