ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও উপ – উপচার্য অধ্যাপক ড. সুলতান- উল ইসলাম এর সাথে পৃথক ভাবে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল ও সাধারন সম্পাদক সোহানুর রহমানের নেতৃত্বে ক্লাব সদস্যরা উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপাচার্য প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থী সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
পরে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান- উল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাব সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি বেলাল হোসেন বিপ্লব, সাবেক-সহ সভাপতি আকরাম হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ সজল, কোষাধ্যক্ষ কামরুল হাসান অভি , কার্যনির্বাহী সদস্য আসিক আদনান, সদস্য মোস্তাফিজুর রহমান মন্টু, তৌফিক তারেক, মনির হোসেন মাহিন, নুর আলম নেহাল, আসাদুল্লাহ গালিব প্রমুখ।