ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ৪ জন, পুঠিয়া থানা ১১ জন, চারঘাট থানা ১ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, তানোর থানা পুলিশ হাসান আলী (৩০) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ইমরান হোসেন ওরফে অন্তর (২২), পারুল বেগম (৪৫) কে ১২ গ্রাম হেরোইন ও ২৫ পিচ ইয়াবাসহ আটক করে। চারঘাট থানা পুলিশ লালন ইসলাম (২৩) কে ২১ বোতল বিয়ারসহ আটক করে।
এদিকে, বাঘা থানা পুলিশ জামাল উদ্দিন (৫০), আরিফুল ইসলাম (৩৫), শাকিল আহম্মেদ (২৫) দেরকে ১২ পিচ ইয়াবা, ০২ বোতল বিদেশী মদ ও ০২ গ্রাম হেরোইনসহ আটক করেন। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।