ধূমকেতু প্রতিবেদক, রাবি : ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনের আয়োজন করে স্টুডেন্টস রাইটস এসোসিয়েশন ।
রাবির স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদ আবাসনের দাবিতে তারা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় সমাপনি বক্তব্য রাখছিলেন সংগঠনটির সভাপতি কে এম সাকিব।
বক্তব্যের একটা অংশে অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শী আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তারিকুল ইসলাম বলেন, হঠাৎ করে তার বক্তব্যের আওয়াজ একদম কমে যায়। এভাবে প্রায় এক দেড় মিনিট বক্তব্য চলে। কিন্তু এরপর পড়ে যাওয়ার উপক্রম হলে কয়েকজন ধরাধরি করে মাথায় পানি দেন। একপর্যায়ে তিনি বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। এ অবস্থায় কয়েকজন মিলে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
কে এ এম সাকিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। এখন সে সুস্থ আছেন বলে জানিয়েছেন।
এর আগে বেলা ১১ টায় মানববন্ধনে অংশ নেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।