ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পুজা উদযাপনের লক্ষে তানোর থানা চত্বরে মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ নেতাদের সাথে মতবিনিময় করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
সোমবার বেলা ১১ টার দিকে তানোর থানা চত্বরে থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে তিনি দিক নির্দেশনা মুলক পরামর্শের পাশাপাশা সরকারী নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন, তানোর থানার তদন্ত ওসি আব্দুল বারী, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ সোহেল রানা,
এসময় উপস্থিত ছিলেন, পুজা উদযাপন পরিষদ তানোর উপজেলা সাধারণ সম্পাদক শ্যাম কুমার দত্ত, তানোর কেন্দ্রীয় মন্দীর কমিটির সভাপতি পরেশ চন্দ্র দাস, তানোর উপজেলার ৬০ টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ হিন্দুধর্মীয় নেতারাসহ তানোর থানার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
মন্দির কমিটির সভাপতি সম্পাদক সহ নেতারা সুষ্ঠ ভাবে পূজা উদযাপনের আশাবাদ ব্যাক্ত করে সকলের সহযোগীতা কামনা করেন।