ধূমকেতু প্রতিবেদক : “শিশুদের জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে শিশু অধিকার সপ্তাহ ৪-১০ অক্টোবর ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, রাজশাহী এই কর্মসূচির আয়োজন করে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট দিলসেতারা চুনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আঃ খালেক সরকার।
সভা শেষে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিমিয় করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।