ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে উপাচার্যের দপ্তরে স্মারকলিপি দিয়েছেন ২০ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা।
রোববার দুপুরে উপাচার্যের দপ্তরে এই স্মারকলিপি জমা দেয় ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা।
এছাড়াও উপ-উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকেও স্মারকলিপির অনুলিপি প্রদান করেন।
এসময় শিক্ষার্থীরা উপাচার্যের সাথে দেখা করতে না পারলেও প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাথে সাক্ষাৎ করেন স্মারকলিপি জমা দেন।
দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, আমরা দ্বিতীয়বারে জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাই। আমাদের এই ব্যাচটি করোনার কারণে নানান জটিলতার মধ্যে পড়ে। একটা পরীকল্পনাহীন অটোপাশের মধ্যদিয়ে আমাদের রেজাল্ট কেন্দ্রীক নানানমূখী সমস্যায় পড়তে হয়েছে । পরবর্তীতে পড়াশোনার মধ্যে একটা অগোছালো প্রক্রিয়ার মধ্যে ছিলাম। যার ফলে ভর্তি পরীক্ষার্থীদের বেগ পেতে হয়। আমরা শিক্ষার্থীদের একটা বৃহত্তর অংশ আবার ভর্তি পরীক্ষায় বসতে চাই।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এক আবেদনের মধ্যে দিয়ে দ্বিতীয়বার ভর্তির দাবি করে আসছিলেন এই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
সেই সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার জানান, দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয়টি নির্ধারিত করা যায় কিনা তা পরবর্তীতে একাডেমিক কাউন্সিলে এবং ভর্তি কমিটির সভায় উপস্থাপন করা হবে বলে আশা ব্যক্ত করেছিলেন।