ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে অবৈধভাবে থাকা শিক্ষার্থীদের চিহ্নিত করে বৈধ শিক্ষার্থীদের হলের সিটে তুলে দিলেন প্রাধ্যক্ষ ড. সুজন সেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২ টার দিকে হল প্রাধ্যক্ষ ও অত্র হলের আবাসিক শিক্ষকরা এ অভিযান পরিচালনা করেন।
গত ৮ ফেব্রুয়ারি শহীদ জিয়াউর রহমান হলে নতুনভাবে সিট বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়। অনেক শিক্ষার্থী সিট বরাদ্দ পেয়েও হলে উঠতে পারছেন না। বৈধ সিটে অবস্থান করছেন অবৈধ শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী সিটে অবস্থান করলে ছাত্রলীগ জোর করে তাদেরকে নামিয়ে দিচ্ছে এমন অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগে অভিযান পরিচালনা করেছে হল প্রশাসন।
উক্ত হল সূত্রে জানা যায়, বৈধ সিট প্রাপ্ত শিক্ষার্থীদের সিটে অবৈধভাবে থাকছে অন্য শিক্ষার্থীরা। অবৈধ শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই ছাত্রলীগের মাধ্যমে হলে অবস্থান করছেন। অবৈধভাবে থাকা এসব শিক্ষার্থীদের বের করে বৈধ সিট প্রাপ্তদের হলে তুলে দিচ্ছেন হল প্রশাসন। তবে অবৈধ শিক্ষার্থীদের মধ্যে যাদের পরীক্ষা চলমান তাদেরকে দুইদিনের মধ্যেই রুম ত্যাগ করার নির্দেশ দেন।
হল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ বলেন, ‘আমরা অনেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণ শিক্ষার্থী। প্রশাসনের এমন উদ্যোগ ছাড়া হলে উঠা আমাদের পক্ষে প্রায় অসম্ভব ছিল। আমি চাই এমন উদ্যোগ জিয়া হলে সীমাবদ্ধ না থেকে রাবির প্রত্যেকটি হলেই অব্যাহত থাকুক’।
এবিষয়ে শহীদ জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক সুজন সেন বলেন, ‘আমরা হল প্রশাসন একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হলে শিক্ষার্থীদের আসন বরাদ্দ দিয়েছি। হলে সকল বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীর আবাসনসহ সকল সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। আমরা সেই আবাসনের ভিত্তিতে শিক্ষার্থীদের হলে তুলছি। হলে অবৈধভাবে কেউ থাকতে পারবে না। যারা এখন পর্যন্ত হলে অবৈধভাবে অবস্থান করছে তাদের কক্ষ পরিদর্শনের মধ্যমে বৈধ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করছি। যতদিন পর্যন্ত বৈধ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে পারছি না, ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান চলবে।
তিনি আরও বলেন, যাদেরকে ইতোমধ্যে হলে আবাসন নিশ্চিত করেছি, তাদের পরবর্তীতে যদি আসন সংক্রান্ত কোন সমস্যা হয় আমরা সেই বিষয়টিও নজরে রাখবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এই পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করেছে। এই অবস্থার সমাধান না হওয়া অবধি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।