ধূমকেতু প্রতিবেদক : ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ মাঠে দু’দিনব্যাপী অনুষ্ঠিত ‘7th Rajshahi College National Science Fest 2024’ প্রধান অতিথি ও অন্যান্য অতিথিকে সম্মাননা প্রদান এবং বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠিত সমাপ্ত হয়।
শনিবার (৩ ফেব্রুয়ারী) কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট অলিম্পিয়াড ব্যক্তিত্ব জনাব মুনির হাসান, প্রধান সমন্বয়কারী ডিজিটাল ট্রান্সফরমেশন ও ইয়ুথ অ্যাক্টিভিটিস, প্রথম আলো এবং অতিথি হিসেবে বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী প্রফেসর (অবঃ) এম. মনজুর হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ, বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক প্রফেসর আলাউদ্দিন, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর মোটিভেশনাল বক্তৃতায় শিক্ষার্থীদের মাদক হতে দূরে থেকে বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। সম্মানীয় অতিথি তাঁর বক্তৃতায় মুসলিম ও বাঙালি বিখ্যাত বিজ্ঞানীদের অবদানের কথা স্মরণ করে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞান আহরণ অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিকে রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
অতঃপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রায় ১০৫ জন ক্ষুদে বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়। জুনিয়র ক্যাটাগরিতে আনিকা নাওয়ার, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সেকেন্ডারি ক্যাটাগরিতে জয়ন্ত দাস, গভঃ ল্যাবরেটরি স্কুল এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে আদিব আল মুকসিত, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী অল-রাউন্ডার পুরস্কার অর্জন করে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/