ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর সদর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম ও সহকারী প্রধান শিক্ষক রেজাউলের বিরুদ্ধে স্কুল ফান্ডের প্রায় পুনে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলের সহকারী (আইসিটি) শিক্ষক মুঞ্জুর রহমান বাদি হয়ে দুই শিক্ষককে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট চলতি মাসের ১৪ সেপ্টেম্বর তারিখে লিখিত অভিযোগ দিয়েছেন। এর অনুলিপি কুরিয়ারের মাধ্যমে জেলা শিক্ষা অফিসার, দূর্নীতি দমন অফিস, মাউশির মহাপরিচালক, রাজশাহীর আঞ্চলিক পরিচালক ও জেলা প্রশাসক, পরিক্ষা নিয়ন্ত্রক, বিদ্যালয় পরিদর্শক ও চেয়ারম্যান শিক্ষা বোর্ড বরাবর দেয়া হয়। অভিযোগের ১১ দিন অতিবাহিত হলেও রহস্য জনক কারনে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে দ্রুত সরেজমিনে তদন্ত করলেই প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ভয়াবহ অনিয়ম ধরা পড়বে।
অভিযোগে উল্লেখ, বিগত ২০১৯ সালের ১৩ মে তারিখ হতে স্কুলের দোকানঘর ভাড়া বিদ্যালয়ের ৪৬২৩০০১০০০৪১২ হিসান নম্বরে জমা দেয়ার নিয়ম থাকলেও ১১ লাখ টাকা আত্মসাৎ করেন।প্রশংসা পত্রের শিক্ষার্থী প্রতি ৫০০ টাকা করে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা, ২০১৯ সাল হতে জে,এস,সি, এসএসসি পরিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও ফরম পুরুন বাবদ ৪ লাখ ৮০ হাজার টাকা লোপাট । ২০১৯,২০২০,২০২১,২০২২ ও ২০২৩ এর দুটি করে পরিক্ষা, তাদের নিকট হতে সেশন চার্জ ৩০০ টাকা, ফি ৩০০ টাকা করে মোট ৩ লাখ টাকা গিলেছেন প্রধান ও সহকারী প্রধান শিক্ষক। সরকারি অনুদানের ৬ লাখ টাকা,পরিক্ষা কেন্দ্র হতে ৬ লাখ টাকা আত্মসাৎ । বিদ্যালয়ের ভেন্যু ব্যবহার কারীর নিকট হতে ১ লাখ ৫০ হাজার টাকা। উপজেলা ও জেলা পরিষদ কর্তৃক বরাদ্দের কোন হিসাব নাই যার পরিমাণ ১০ লাখ টাকা। এফডি এর অবস্থা জানা নাই। সেই সাথে মালোপাড়া শাখা রাজশাহী অগ্রণী ব্যাংক উত্তোলিত টিউশন ফি এর অর্ধেক টাকা প্রধান শিক্ষক হাতে রেখে বন্টন করেন এবং অর্ধেক আত্মসাৎ করেন। দোকান ঘরের সিকিউরিটির টাকা প্রধান শিক্ষক আত্মসাৎ করেন যার পরিমাণ প্রায় ১৫ লাখ। সাবেক উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার খালাতো ভাই পরিচয়ে বিগত ২০১৯ সালে স্কুলের দায়িত্ব গ্রহণ করার পর থেকে দলীয় প্রভাবে রাম রাজত্ব করেন প্রধান শিক্ষক সেলিম। পাশ করা শিক্ষার্থীদের নিকট হতে প্রশংসাপত্র, সার্টিফিকেট ও মার্কসীট দেয়ার নামে ২০০/৩০০ টাকা করে আদায় করে আত্মসাৎ করেন যার পরিমাণ ৪ লাখ টাকা। সেলিম নিজে প্রধান শিক্ষক হবে বলে সাবেক এমপি ফারক চৌধুরীর নিকট ওয়াদা করে সরকারি করনের জন্য কোন ঝামেলা করা হবে না বলে প্রধান শিক্ষকের নিয়োগ পান তিনি। স্কুল সরকারি করনের জন্য শিক্ষকদের নিকট জোরপূর্বক ৩ লাখ ৭৫ হাজার টাকা গ্রহণ করেন তৎকালীন সহকারী প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম। এসব কারনে স্কুল সরকারি হয়নি। সাবেক এমপির ইফতার মাহফিলের নামে টাকা নেয় সেলিম। সাবেক প্রধান শিক্ষকের নিকট হতে ১ লাখ ৮০ হাজার টাকা নেয়া হয়। এভাবেই প্রায় পুনে এক কোটি টাকা লোপাট করেছেন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক। অভিযোগকারী আইসিটি শিক্ষক মুঞ্জুর রহমান বলেন, আমার অভিযোগে তীল পরিমান মিথ্যা নেই। কর্তৃপক্ষ তদন্ত করলেই এসব অভিযোগের সত্যতা পাবে।
সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসবের সাথে জড়িত না। তবে এসব বিষয়ে জানতে প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমের ০১৭১৪৮৪১২৪৯ মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তিনিও রিসিভ করেননি। সদ্য যোগদানকৃত তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিনহাজুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew