IMG-LOGO

রবিবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে আই,বি,ডাব্লিউ,এফ এর ব্যবসায়ী সম্মেলনমান্দা এমপিওভ‚ক্ত না হওয়ায় ইবতেদায়ি শিক্ষকদের মানবেতর জীবনঢাকা মহানগর বিএনপির উত্তর কমিটি বিলুপ্তবাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতেরকোস্টগার্ডের প্রধান হলেন জিয়াউল হকএবার শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী মিমখোকসায় মাইক্রোবাসের ধাক্কায় ৪ শিশু নিহতদেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে বিনামূল্যে হার্ট ক্যাম্পআত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশডেঙ্গুতে সর্বোচ্চ একদিনে ৭ মৃত্যু৩৬০০ কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ফি ৪০ টাকাশীর্ষ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহগোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুগজলডোবা বাঁধ দিয়ে পানি ছাড়ায় কতটুক প্রভাব পড়বে বাংলাদেশে
Home >> শিক্ষা >> টপ নিউজ >> মান্দা এমপিওভ‚ক্ত না হওয়ায় ইবতেদায়ি শিক্ষকদের মানবেতর জীবন

মান্দা এমপিওভ‚ক্ত না হওয়ায় ইবতেদায়ি শিক্ষকদের মানবেতর জীবন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সহকারী শিক্ষক এমদাদুল হক। ১৯৯০ সালে নওগাঁর মান্দা উপজেলার পীরপালি হাজী রহিম উদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় যোগদান করেন। জন্ম সাল অনুযায়ী আর মাত্র তিনবছর পর কর্মজীবন শেষ করে তিনি অবসরে যাবেন। কিন্তু শিক্ষকতা পেশায় তার ভাগ্যে আজও বেতন জোটেনি। এ অবস্থায় বেতন ছাড়াই কর্মজীবন শেষ করতে চলেছেন এই শিক্ষক।

শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশির দশকে মান্দা উপজেলায় ৭৪টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। কিন্তু এমপিওভ‚ক্ত না হওয়ায় ৬৪টি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এসব মাদ্রাসার শিক্ষকেরা ভিন্ন পেশায় জীবন-যাপন করছেন। বেতন ছাড়াই অবশিষ্ট ১০ মাদ্রাসার শিক্ষকেরা এখনও পাঠদান দিয়ে যাচ্ছেন। এর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের শিক্ষকেরা পাচ্ছেন সম্মানীভাতা।

সূত্রটি আরও জানায়, এ বছরের মার্চ থেকে প্রত্যেক শিক্ষককে ২৩০০ টাকা ও প্রধান শিক্ষকদের ২৫০০ টাকা করে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। আগস্ট মাসে সহকারী শিক্ষকদের ৩৩০০ টাকা ও প্রধান শিক্ষকদের ৩৫০০ টাকায় উন্নীত করা হয়। ভাতাপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানে একজন করে শিক্ষককে এ সুবিধা থেকে আজও বঞ্চিত রাখা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একই হারে উপবৃত্তি পেত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা। কিন্তু ২০২০ সালে হঠাৎ করেই তৎকালিন আওয়ামী লীগ সরকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ করে দেয়। এর পর থেকে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকে। উপবৃত্তি না থাকায় প্রাথমিক বিদ্যালয়মুখী হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা।

পীরপালি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক শাহজাহান আলী দেওয়ান বলেন, ‘আমার মাদ্রাসায় ৩২০জন শিক্ষার্থী উপবৃত্তি পেত। উপবৃত্তি বন্ধ হওয়ায় প্রতিষ্ঠানটিতে ক্রমেই শিক্ষার্থীর সংখ্যা কমছে। বর্তমানে ১৪০ থেকে ১৫০ শিক্ষার্থী এখনও নিয়মিত আছে।’
এই শিক্ষক আরও বলেন, ‘বর্তমান সময়ে কোনো মানুষের পক্ষে ২৩শ টাকায় জীবনধারণ করা যায় না। একজন দিনমজুরও মাসে ৯ থেকে ১০ হাজার টাকা আয় করেন। অথচ শিক্ষকেরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আকুতি জানিয়ে তিনি বলেন, আমাদেরও স্ত্রী-সন্তান আছে। আমরাও একটু ভালোভাবে বেঁচে থাকতে চাই।’
হোসেনপুর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক তমিজ উদ্দিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক যে সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করান, ইবতেদায়ি শিক্ষায় একই সিলেবাস পড়ান তারা। তবে এর বাইরে আরবিসহ ধর্মীয় কিছু সিলেবাসে তারা বেশি পাঠদান দিয়ে থাকেন।

প্রাথমিক শিক্ষকদের চেয়ে বেশি পাঠদান করেও তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষকেরা একই সিলেবাসে পাঠদান করিয়ে বর্তমান স্কেলে ১৫ হাজার টাকা বেতন পান। আর তারা পাচ্ছেন ৩৩০০ টাকা। যা নিতান্তই বৈষম্য। এই টাকা দিয়ে অভাব অনটনের সংসার আর চলে না।

পারইল ফেরিঘাট স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, ইবতেদায়ি মাদ্রাসাগুলো কীভবে চলছে কেউই তার খোঁজ খবর রাখেন না। এসব মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের কোনো বেতন নেই। মাদ্রাসাগুলোতে নেই শিক্ষাসামগ্রী ও আসবাবপত্র। নেই রেজিস্ট্রেশন। কত টাকা বেতন পাই তা কাউকে বলাও যায় না। এমপিওভ‚ক্ত হলে এ লজ্জা থেকে আমরা প্রাণে বেঁচে যেতাম।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news